Wellcome to National Portal
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল ১৮মার্চ ২০২৫ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে বিআইডব্লিউটিসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান জনাব মোঃ সলিমুল্লাহ বলেছেন, ফেরি ও যাত্রীবাহী জাহাজ সার্ভিসে সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে বিআইডব্লিউটিসি’র নাবিক কর্মকর্তা কর্মচারীগণ ঈদে জনগণকে যার যার গন্তব্যে পৌঁছে দিবে। নিবেদিত প্রাণে সেবা দিলে আল্লাহ আমাদের সাথে থাকবেন। বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব এ কে এম শাজাহানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক কারিগরি কাজী ওয়াসিফ আহমাদ, পরিচালক বাণিজ্য জনাব এস এম আশিকুজ্জামান, পরিচালক অর্থ ক্যাপ্টেন মোঃ হাসেমুর রহমান চৌধুরী,জিএম কমার্স শেখ মুঃ নাসিম, জিএম এডমিন জেসমিন আরা বেগম, জিএম কমার্স জনাব মোঃ আজমল হোসেন, জিএম অ্যাকাউন্টস জনাব মোঃ ফজলুল হক, জিএম মেরিন বাপ্পি কুমার অধিকারী, সিপিএম জনাব মোঃ ফজলের রাব্বি, চিফ অডিট ও বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রসিডেন্ট জনাব মো:রাশিদুর রহমান সহ অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ আলাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আসাদুল ইসলাম। ২০২৫-০৩-২০
জনাব মোঃ সলিম উল্লাহ, গত ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। ২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ ফেয়ারলি হাউজ বিআইডব্লিউটিসি'র প্রধান কার্যালয়ে নবাগত চেয়ারম্যান মহোদয় আগমন করলে পরিচালকবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীগণ ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরক্ষণে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় ও পরিচিতি সভায় চেয়ারম্যান মহোদয় পরিকল্পনা করে সময় সীমার মধ্যে কর্মসম্পাদন করার আশাবাদ ব্যক্ত করেন। দায়িত্ব পালনে কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক হবার আহ্বান জানান। ২০২৫-০৩-০৯
বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী এর সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতি সভা ১৯ ফেব্রুয়ারী ২০২৫ বিআইডব্লিউটিসি'র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় পরিচালক (কারিগরি) কাজী ওয়াসিফ আহমাদ,পরিচালক (বাণিজ্য) জনাব এস এম আশিকুজ্জামান,পরিচালক (অর্থ)ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, মহাব্যবস্থাপক (বাণিজ্য) শেখ মু. নাসিম এবং ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন। অনলাইনে সংযুক্ত হন পাটুরিয়া - দৌলতদিয়া, চাঁদপুর - শরীয়তপুর, ভোলা - লক্ষ্মীপুর, ভেদুড়িয়া - লাহারহাট, ধাওয়াপাড়া- নাজিরগঞ্জ ও চিলমারী - রোমারি ফেরি সেক্টরের ব্যবস্থাপকগণ এবং চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার । বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান আসন্ন ঈদুল ফিতরে বিআইডব্লিউটিসি'র সকল ফেরী, অভ্যন্তরীণ ও উপকূলীয় যাত্রিবাহী জহাজের নিয়মিত ও ঈদ স্পেশাল সার্ভিস প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহবান জানান। ২০২৫-০২-২০
বিআইডব্লিউটিসি'র পরিচালক (প্রশাসন) এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র। ২০২৫-০২-০৪
অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী এর বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী ৭ জানুয়ারি মঙ্গলবার ২০২৫ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন -বিআইডব্লিউটিসিতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন। বিকেলে তিনি বিআইডব্লিউটিসিতে আগমন করলে পরিচালকবৃন্দ তাকে স্বাগত জানান। সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, নারী কর্মকর্তা ও কর্মচারী, বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশন ও বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীগণ পৃথকভাবে নবাগত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি সভা করে তিনি বিআইডব্লিউটিসি’র কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং ভবিষ্যতে বিআইডব্লিউটিসি'র চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ২০২৫-০১-০৮
২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি ও সমমানের পরিক্ষায় উত্তীর্ণ বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা ও কর্মচারীগণের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ২৯ ডিসেম্বর ২০২৪ সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান জনাব সঞ্জয় কুমার বণিক। বক্তব্য রাখেন, পরিচালক (কারিগরি) জনাব কাজী ওয়াসিফ আহমাদ, পরিচালক (বাণিজ্য) জনাব এস এম আশিকুজ্জামান, পরিচালক (অর্থ) জনাব হাসেমুর রহমান চৌধুরী, বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব এ কে এম শাহজাহান, মুখ্য কর্মচরী ব্যবস্হাপক জনাব মো: ফজলে রাব্বি ও উপমুখ্য কর্মচারী ব্যবস্হাপক জনাব মো: রাজা মিয়া। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কৃতি ছাত্র রায়হান ও মাহবুবা চৌধুরী লোনা। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, জেনারেল ম্যানেজার (বাণিজ্য কার্গো ও প্রশাসন) জনাব মোঃ আজমল হোসেন, কোরআন তেলাওয়াত করেন বিআইডব্লিউটিসি মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক, অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-মহাব্যবস্থাপক (সংগঠন ও পদ্ধতি) জনাব মো: মঞ্জুরুল করিম। ২০২৩ সালে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪১ জন মেধাবী শিক্ষার্থীদের সনদ প্রদান ও প্রাইজবন্ডের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়। ২০২৪-১২-২৯
বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। বিআইডব্লিউটিসি’র ফেরি সার্ভিসের সম্প্রসারণ ও ক্রুজ সার্ভিস চালু করাসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের জন্য তৎপরতা চালাতে হবে। মাননীয় উপদেষ্টা আজ বিকেলে বিআইডব্লিউটিসি প্রধান কার্যালয় ফেয়ারলি হাউস, ২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউতে পরিদর্শন ও বিআইডব্লিউটিসি’র সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বনিক এ সময় উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড. এ কে এম মতিউর রহমান বিআইডব্লিউটিসি’র সার্বিক কার্যক্রম বিষয়ে উপস্হাপন করেন। মাননীয় উপদেষ্টার একান্ত সচিব, বিআইডব্লিউটিসির পরিচালক, মহাব্যবস্থাপকবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। মাননীয় বস্ত্র পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিআইডব্লিউটিসি’র সকল কার্যক্রমে ব্যয় সংকোচন একইসাথে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়পরায়নতা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশনা দেন। ২০২৪-০৯-০৪
২৬/০৬/২০২৪ খ্রি. তারিখে বিআইডব্লিউটিসি’র শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান জনাব ড. এ. কে. এম মতিউর রহমান (অতিরিক্ত সচিব) মহোদয় এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক (কারিগরি) জনাব কাজী ওয়াসিফ আহমাদ। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত পরিচালক বৃন্দ এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। ২০২৪-০৬-২৬
বিআইডব্লিউটিসি'র নিজস্ব সম্পত্তি ৩ ও ৪ ঈশা খাঁ রোডস্থ নারায়ণগঞ্জের জমি কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট বেঙ্গল (বিডি) লিমিটেড কর্তৃক দখল করার চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ২০২৪-০৫-১৬
১০ ঢাকা মোড়েলগঞ্জ-ঢাকা রকেট সার্ভিস পরিচালনা আপততঃ বন্ধ রাখা প্রসঙ্গে। ২০২২-০৯-২২