Wellcome to National Portal
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২৪

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।


প্রকাশন তারিখ : 2024-03-17

নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু  দিবস উদযাপন

  ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক   বিআইডব্লিউটিসি’র বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  ফুল দিয়ে শ্রদ্ধা  নিবেদন,সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয় । মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরও সংস্থা  অনুষ্ঠানে যোগদান করে।
মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি,নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  জনাব মো:মোস্তফা কামাল ও সংস্হা প্রধানগণ সকালে  মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিআইডব্লিউটিসি’র বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ড.এ কে এম মতিউর রহমান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ  স্থলবন্দর  কর্তৃপক্ষের  চেয়ারম্যান মো:জিল্লুর রহমান চৌধুরী, qনৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম  মাকসুদ আলম,বাংলাদেশ শিপিং কর্পোরেশনের  ব্যবস্হাপনা পরিচালক কমোডর মোঃ মাহমুদুল মালেক,  জাতীয় নদী রক্ষা কমিশনের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শরিফ উদ্দিন , বিআইডব্লিটিসি অফিসার্স এসোসিয়েশন ও বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ   নিজ নিজ  প্রতিষ্ঠানের  পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে  শ্রদ্ধা  জানান।  
বঙ্গবন্ধু পরিবারের  শাহাদাত  বরণকারী ও মাননীয়  প্রধানমন্ত্রীর সুস্হ দীর্ঘায়ু কামনা করে   দোয়া মোনাজাত পরিচালনা করেন বিআইডব্লিউটিসি মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক। 
 বিআইডব্লিউটিসি’র সম্মেলন কক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান  অতিথির বক্তব্য রাখেন মাননীয় নৌপরিবহন  প্রতিমন্ত্রী জনাব খালিদ  মাহমুদ চৌধুরী এমপি,স্বাগত বক্তব্য রাখেন  নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম,’বাংলাদেশে মেরিটাইম সেক্টরের উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ ও তথ্যচিত্র উপস্থাপন করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড.এ কে এম মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের শাসন আমলে অসাধ্য সাধন করেছেন।
বঙ্গবন্ধু একটি সংগ্রামের নাম, একটি শক্তির নাম, উন্নয়নের নাম, প্রেরণার নাম, স্বপ্নের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।