Wellcome to National Portal
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০২২

জনাব আহমদ শামীম আল রাজী (অতিরিক্ত সচিব) বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।


প্রকাশন তারিখ : 2021-11-24

চেয়ারম্যান

2021-11-23-08-45-3fff6c289aecf77dd953473106bf5512

 

জনাব আহমদ শামীম আল রাজী (অতিরিক্ত সচিব)

চেয়ারম্যান, বিআইডব্লিউটিসি

জনসংযোগ বিভাগ

২৩ নভেম্বর ২০২১ খ্রিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব আহমদ শামীম আল রাজী ২৩ নভেম্বর ২০২১ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

জনাব আহমদ শামীম আল রাজী ১৯৯৩ সালের এপ্রিল মাসের ১ তারিখ (একাদশ) বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সিলেট জেলায় সহকারী কমিশনার(ভূমি) হিসাবে পদায়িত হন। সহকারী কমিশনার (ভূমি) হিসাবে তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দায়িত্ব পালন শেষে বরিশাল বিভাগের বরগুনা জেলায় যথাক্রমে ২য় ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি যথাক্রমে জামালপুর জেলার বকশিগঞ্জ, কক্সবাজার জেলার উখিয়া, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে সিলেট যোগদান করেন। ২০১১ সালে তিনি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব নিয়োগপ্রাপ্ত হন এবং ২০১২ সালে জেলা প্রশাসক হিসাবে দিনাজপুর যোগদান করেন।

অতঃপর ২০১৫ সালে তিনি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে পরিচালক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০১৭ সালের জুলাই মাসে শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসাবে যোগদান করেন।

২০১৯ সালে তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যোগদান করে অদ্যাবধি তথায় কর্মরত ছিলেন। তাছাড়া তিনি গ্লোবাল সেন্টার অন এডাপ্টেশান (জিসিএ) এর দক্ষিণ এশীয় কেন্দ্রের রিজিওনাল ডাইরেক্টর পদে দায়িত্ব পালন করছেন। তিনি ৫৫টি দেশের সমন্বয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরাম, যার বর্তমান সভাপতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার ন্যাশনাল ফোকাল পয়েন্টের দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এসডিজি ফোকাল পয়েন্ট, ডেল্টা ২১০০ এর ফোকাল পয়েন্টের দায়িত্ব ও পালন করেন। এ সময় তিনি বিশ্ব জলবায়ু সম্মেলন যা এ নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয় তাতে (কপ ২৬) যোগদান করেন।

সরকার গত ১ নভেম্বর সরকার তাঁকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে নিয়োগ দান করেন।

জনাব রাজী দেশ-বিদেশে বেশ কয়েকটি প্রশিক্ষণ ও শিক্ষা লাভ করেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে  অবস্থিত মোনাস বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইন্সটিটিউট অব টেকনলজি, ব্যাংকক, ব্রিসবেনের কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষালাভ করেন।

জনাব আহমদ শামীম আল রাজী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভায় জন্মগ্রহণ করেন।  সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে অনার্সসহ স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর তিনি অস্ট্রেলিয়া ক্লাইমেট সায়েন্সে এমএস  ডিগ্রী লাভ করেন।

তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মরিশাস, চীন, দক্ষিন কোরিয়া, জাপান, ভারত, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালদ্বীপ, ভিয়েতনাম, তুরস্ক, শ্রীলংকা, সহ ইউরোপ ও এশিয়া ও আফ্রিকার প্রায় ত্রিশটির মতো দেশ সফর করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

তিনি অফিসার্স ক্লাব, ঢাকা এর ব্যাডমিন্টন উপকমিটির এক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বাংলাদেশ ফরেস্টার্স ইন্সটিটিউশান অব ফরেস্টার্স, বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ৩ সন্তানের জনক।