Wellcome to National Portal
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জানুয়ারি ২০২৫

অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী এর বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী ৭ জানুয়ারি মঙ্গলবার ২০২৫ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন -বিআইডব্লিউটিসিতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন। বিকেলে তিনি বিআইডব্লিউটিসিতে আগমন করলে পরিচালকবৃন্দ তাকে স্বাগত জানান। সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, নারী কর্মকর্তা ও কর্মচারী, বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশন ও বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীগণ পৃথকভাবে নবাগত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি সভা করে তিনি বিআইডব্লিউটিসি’র কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং ভবিষ্যতে বিআইডব্লিউটিসি'র চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশন তারিখ : 2025-01-08